Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

আগস্ট ৬, ২০২৩, ১২:০১ এএম


চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উদযাপনে জমকালো আয়োজনে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে মিষ্টি বিতরণ ও কেক কাটা হয়।

জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক প্রকাশক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য হাশেম রেজা। তিনি কেটে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে তুলে দেন। নেতাকর্মীরাও এ আওয়ামী লীগ নেতা হাশেম রেজার মুখে কেক তুলে দেন। 

হাশেম রেজা বলেন, ‘শোকাবহ এই আগস্ট মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল জন্মগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আধুনিক ক্রীড়ার প্রবর্তক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল যদি এতদিনে বেঁচে থাকতেন তাহলে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য নজির স্থাপন করত। এ শোকাবহ মাসের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী কিছু অফিসারের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। সেই নিহতদের মধ্যে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আধুনিক ক্রীড়ার প্রবর্তক শেখ কামালও শহীদ হন। এ শোকের মাসে শহীদ শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আসন্ন সংসদ নির্বাচনে আবারো গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’ 

এ উপলক্ষে বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে  প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একাদশ ও চুয়াডাঙ্গা পৌরসভা একাদশ। জেলা প্রশাসন একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গা পৌরসভা একাদশের পক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা পৌরসভার সিইও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া। প্রীতি ফুটবল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কারো বিপক্ষে গোল করতে পারেনি। ফলে প্রীতি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। ফলে খেলার পরিচালক উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন। প্রীতি ফুটবল ম্যাচ শেষে খেলায় অংশগ্রহণকারী সবাইকে চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, এনডিসি সাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মিনহাজ, জেলা পুলিশের ডিআইও ওয়ান আবু জিহাদ প্রমুখ।

Link copied!