Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুরিয়ার সার্ভিসে আমের বদলে গাঁজা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৩, ০৬:২২ পিএম


কুরিয়ার সার্ভিসে আমের বদলে গাঁজা

ঝিনাইদহ শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আমের চালানের সংগে মিললো সাড়ে ৯ কেজি গাঁজা। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, এ ঘটনার সাথে জড়িত পলি খাতুন (৩৫) নামের এক মহিলাকে আটক করেছে ।

রেবাবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পঁচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে ।

ঝিনাইদহ সদর সার্কেল অফিসার আবিদুর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন শহরের এইচএসএস সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সর্ভিসে আমের চালানের সাথে মাদকের চালান আসছে । সে অনুযায়ী তারা সেখানে অবস্থান গ্রহণ করে। এরপর একপর্যায়ে পলি নামক এক মহিলা ঐ চালানটি খালাস করতে গেলে সন্দেহজনক মনে হলে পুলিশ প্লাষ্টিকের বস্তাটি খুলে দেখে । বস্তা খোলার এক পর্যায়ে একের পর এক প্লাষ্টিকে মোড়ানো মোট ১৭টি গাঁজার টোপলা বের হয় । সেই সাথে বস্তার শেষের দিকে ছিল কিছু পঁচা আম ।

তিনি আরো জানান, পলি খাতুনের বাড়ী মাগুরা জেলায়। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে পরে বিস্তারিত জানানো হবে।

এআরএস

Link copied!