Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেরানীগঞ্জ মডেল থানার নতুন এসিল্যান্ড সালাউদ্দিন আইয়ুবী

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

আগস্ট ৬, ২০২৩, ০৮:১৬ পিএম


কেরানীগঞ্জ মডেল থানার নতুন এসিল্যান্ড সালাউদ্দিন আইয়ুবী

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার  সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. সালাহউদ্দিন আইয়ূবী। তিনি গত ২৭ জুলাই এই পদে যোগদান করেন।  

মো. সালাহউদ্দিন আইয়ূবী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।  

তিনি বরিশালের বাবুগঞ্জ থানায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. আব্দুল হাকিম হাওলাদার বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।  

সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী  কেরানীগঞ্জবাসীর জন্য হয়রানিমুক্ত ও উন্নত ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করার আশা ব্যক্ত করেন।

আরএস

Link copied!