Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডামুড্যায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৩, ১২:১৪ পিএম


ডামুড্যায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর জেলার ডামুড্যা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

ডামুড্যা থানাধীন গোয়ালকোয়া এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী আটককৃতরা হলেন ভেদরগঞ্জ থানার পুটিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মৃত আলি কবিরাজের ছেলে শুক্কুর কবিরাজ (৪৫), আবুল বাসার রাড়ীর ছেলে, আবু সালাম রাড়ী (৩৫), নামের দুইজনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ৭৫ হাজার ৫শ টাকা।

অভিযান সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মাহবুবুল আলম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নেতৃত্বে এসআই মো. রফিকুল ইসলাম ও ফোর্সসহ ডামুড্যা থানাধীন গোয়ালকোয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে মাদক আটক করতে সক্ষম হই এরপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় আদালতের প্রেরন করা হয়।

মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে পুলিশ জানায়।

এইচআর

Link copied!