Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোসাইরহাট পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৩, ০৬:৩০ পিএম


গোসাইরহাট পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টায় ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণে অংশ নেন নির্বাচিত পৌর মেয়র আব্দুল আউয়াল সরদার, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) ১ ২ ৩ নং ওয়ার্ডের মোসা. মায়া বেগম, ৪ ৫ ৬ নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মোসা. শেফালী বেগম। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, ১ নং ওয়ার্ডের হুমায়ুন শিকদার, ২ নং ওয়ার্ডের শেখ মফিজুর রহমান, ৩ নং ওয়ার্ডের আলী আকবর সরদার, ৪ নং ওয়ার্ডের মো. ডালিম সরদার, ৫ নং ওয়ার্ডের মো. অহিদুল ইসলাম চৌকিদার, ৬ নং ওয়ার্ডের অনির্বান ঘোষ, ৭ নং ওয়ার্ডের নুরুল আমিন রাড়ি, ৮ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডের বিপ্লব ঢালী।

উল্লেখ্য (১৭ জুলাই) শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা নির্বাচনে বিজয়ী হন তারা।

গোসাইরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল আউয়াল সরদার আমার সংবাদ পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএস

Link copied!