Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাঘাইছড়ি উপজেলা স্কাউটস কমিটি গঠন

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

আগস্ট ৭, ২০২৩, ০৭:৩৩ পিএম


বাঘাইছড়ি উপজেলা স্কাউটস কমিটি গঠন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবং সম্পাদক কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

সোমবার (৭ আগস্ট) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার রুমামা আক্তার এর সভাপতিত্বে ত্রি বার্ষিক কাউন্সিলে ২৩ টি মাধ্যমিক- নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১ টি মাদ্রাসা ও প্রায় ১১৮ টি প্রাইমারী স্কুলের প্রতিনিধিদের অংশগ্রহণে কাউন্সিলে উপজেলা স্কাউটস এর ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম বিগত সময়ে ৩ (তিন) মেয়াদে ৯ বছর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন,  এবং বিগত কমিটির উপজেলা কমিশনারের দায়িত্ব পালন করেন।

সভায় উপস্থিত সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুরোধে জনাব সিরাজুল ইসলাম এর মেধা, যোগ্যতা, প্রজ্ঞা, নিষ্ঠা ও সততার জন্য আবারো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

এআরএস

Link copied!