Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৩, ০৩:৫০ পিএম


নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাদাবন সংঘ ও মোংলা অপরাজিতা নারী নেটওয়ার্ক।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাদাবন সংঘের ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা শত প্রতিকূলতা মোকাবেলা করে খেলাধুলায় অংশ নিয়ে এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ নারী ক্রীড়াবিদদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রায় শূন্য। খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। নারী ক্রীড়াবিদরা এগিয়ে আসলে এসব প্রতিরোধ করা যাবে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি নারী ক্রীড়াবিদদের নিরাপদ পরিবেশে ক্রীড়াচর্চা নিশ্চিত করার দাবি জানাই।

এআরএস

Link copied!