Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৩, ০৫:১১ পিএম


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের বনরূপায় আলিফ মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ করেন নেতৃবৃন্দরা। এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে মানববন্ধনে সমবেত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিএনপি নেতা কামাল উদ্দিন, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, পৌর শাখার সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাপছড়ি ইউনিয়ন সভাপতি মো. রিয়াজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক।

এইচআর

Link copied!