Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আমার সংবাদে সংবাদ প্রকাশের পর

পোস্টমাস্টারের কোয়ার্টার ছাড়লেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৮, ২০২৩, ০৬:০১ পিএম


পোস্টমাস্টারের কোয়ার্টার ছাড়লেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা

অবশেষে পরিবার নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ডাকঘরের পোস্টমাস্টারের কোয়ার্টার ছাড়লেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এনামুল কবির। সাবেক এক পোস্ট মাস্টারের পরিচিত হওয়ার সুবাদে ডাকঘর সংশ্লিষ্ট কেউ না হয়েও প্রায় ১৩ বছর যাবত পরিবার নিয়ে ওই কোয়ার্টারে ছিলেন তিনি।

এ বিষয়ে গত ৩১ জুলাই দৈনিক আমার সংবাদের অনলাইনে ‘অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা থাকেন পোস্টমাস্টারের কোয়ার্টারে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে পরিবার নিয়ে এনামুল কবিরকে পোস্টমাস্টারের কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়।

গতকাল সোমবার (৭ আগস্ট) সরজমিনে গিয়ে এনামুল কবিরকে কোয়ার্টারে দেখা যায়। কোয়ার্টার থেকে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো নিচ্ছিলেন তিনি।

উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার নরেশ চন্দ্র ঘোষ বলেন, গত ৪ আগস্ট তিনি পরিবার নিয়ে কোয়ার্টার ছেড়ে চলে গেছেন। ওনার আসবাবপত্রগুলোও নিয়ে গেছেন। শুধু ওনার একটা খাট আছে, যেটা আজকেই নিয়ে যাবেন।

এআরএস

Link copied!