Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভৈরবে গাজাঁসহ মাদক কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৩:৩৯ পিএম


ভৈরবে গাজাঁসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ মো. রুবেল (৪৫)নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে ভৈরবপুর উত্তরপাড়া শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা করেন। আটক রুবেল শহরের ঘোড়াকান্দা এলাকার আ. বারেক মিয়ার ছেলে। তারা এখানে ভাড়া বাসা নিয়ে থাকেন।

আটক আসামিকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, তিনি মাদকের চালানটি ভৈরব লঞ্চঘাট এলাকা হতে সংগ্রহ করে উপজেলার কালিকাপ্রসাদ এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে বিভিন্ন সময়ে অভিনব কায়দায় চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। 

এসময় ১ টি ব্যাটারিচালিত রিক্সা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশের কাছে পাঠানো হয়েছে।

এইচআর

Link copied!