Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি চরমে

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

আগস্ট ৯, ২০২৩, ০৬:০১ পিএম


খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি চরমে

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জামালপুরের সরিষাবাড়ী পোষ্ট অফিস মোড় হতে মাহমুদা সালাম মহিলা কলেজ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম সরকার সড়কের পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এতে এ পথে চলাচলকারী লোকজন ও যানবাহন চালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পৌরসভার পোষ্ট অফিস রেল ক্রসিং হয়ে ভায়া সরিষাবাড়ী মহিলা কলেজ মোড় পযর্ন্ত  সড়কটির বাস্তবায়নে করেন সরিষাবাড়ী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র।

এ পথ দিয়েই সাব-রেজিষ্ট্র অফিস, মাহমুদা সালাম মহিলা কলেজ, রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ‍্যালয়, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ‍্যালয় ও আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে।

তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় কার্পেটিং, ইট ও খোয়া সরে গিয়ে ছোট বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব খাদে পড়ে অটোরিকশা, রিকশাসহ ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে।

এছাড়া বৃষ্টির পানি জমে থাকায় কাদার জন‍্য সাধারণ মানুষ পায়ে হেটে চলাচলেও কষ্টের হয়ে উঠেছে। এ ব‍্যাপারে পৌর মেয়র মনির উদ্দিন বলেন, এ রাস্তাটির বিষয়ে খোজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআর

Link copied!