Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাহুবল( হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল( হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৩, ০৩:৫৪ পিএম


বাহুবলে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

হবিগঞ্জের বাহুবলে সদ্য যোগদানকৃত হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ,সাতকাপন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, নেহার রঞ্জন দেব, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

জেলা প্রশাসক দেবী চন্দ সকাল ১০ টায় বাহুবলে আগমন করেন, প্রথমেই তিনি বাহুবল মডেল থানা পরিদর্শন করেন, এর পর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন। 

দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক দেবী চন্দ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও নাগরিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরএস

Link copied!