Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৩, ০৫:৩৪ পিএম


কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুর ১২ কমলনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান উপস্থিত সকলের বক্তব্য শুনে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনর্চাজ মো. সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো নিজাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রোকসানা আক্তার রুক্সি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো সফিক উদ্দিন,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও মেম্বার বিভিন্ন পেশাজীবি পরিষদের নেতৃত্ব এবং সুধীমহল সকলে নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান কে ফুল দিয়ে বরন করে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এইচআর

Link copied!