Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: পরিবেশ মন্ত্রী

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৩, ০৮:২৯ পিএম


সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। আওয়ামিলীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি  ক্ষমতায় এলে লুটপাট হয়। বিএনপি জালাও পুড়াও করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন কোনদিনই পূরণ হবে না।  সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ  নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলার  জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে‍‍`র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন  থানার (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ  মাহমুদুল হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ফুলতলা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম, অটল কৃষান সিংহ  সিবেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল ইসলাম, সহ-সভাপতি আহমদ কামাল অহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, যুবলীগ নেতা আবুল খায়ের সায়মন,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ। 

আরএস

Link copied!