Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়ী প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৩, ০৪:১৮ পিএম


সরিষাবাড়ীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ী থেকে প্রতারণার অভিযোগে ওবায়দুর রহমান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওবায়দুরের বাড়ি জামালপুর সদর উপজেলার বনরামপুর গ্রামে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখিয়ে বিভিন্ন সময় প্রতারনার মাধ্যমে  অর্থ হাতিয়ে নিতো ওবায়দুর। গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমান বিভিন্ন কণ্ঠে কথা বলতে পারেন বলেও জানান তিনি।

প্রতারক ওবায়দুর ভাটারা গ্রামের জোসনার মেয়েকে সেনাবাহিনী ছেলের সাথে বিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে এক লাখ টাকা প্রতারণা করে নেয়।

বৃহস্পতিবার প্রতারক ওবায়দুর আরও ২০ হাজার টাকা দিতে বলে জোসনাকে। প্রতারককে ধরার জন‍্য জোসনা পুলিশকে জানায়। পরে সরিষাড়ী থানা পুলিশ ফাঁদ পেতে প্রতারকে  গ্রেপ্তার করে।

এইচআর

Link copied!