Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাধবপুর প্রেসক্লাবের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৩, ০৪:২৮ পিএম


মাধবপুর প্রেসক্লাবের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদপত্র একটি দেশের সংস্কৃতি ও সভ্যতার ধারক ও বাহক। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সংবাদকর্মীদের সততার সহিত কাজ করতে হবে। করোনাকালীন সময়ে সরকার সংবাদকর্মীদের মফস্বল পর্যায়ে প্রণোদনা দিয়েছে। উন্নয়ন সাংবাদিকতার ওপর বেশি জোর দিতে হবে। নেতিবাচক সংবাদ দেশের জন্য কল্যাণ বয়ে আনেনি। সাংবাদিকদেও মধ্যে একতা গড়ে তুলতে হবে।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী মাধবপুর প্রেসক্লাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রেসক্লাবে আলোচনা সভায়  শুক্রবার সকালে উপরোক্ত কথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবতীি, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, সাবেক সভাপতি শংকর পাল সুমন, রোকন উদ্দিন লস্কর, আইয়ূব খান, মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

এআরএস

Link copied!