Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজয়নগরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৩, ০৪:২৮ পিএম


বিজয়নগরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিজয়নগরের আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় একই উপজেলার বামুটিয়া গ্রামের আব্দুল ছোবহানের ছেলে ইমরান মিয়া (৩৪) ও চানপুর গ্রামের মৃত আব্দুল জাহেরের ছেলে মো. আব্দুল হক (৩৪) কে আটক করেন।

এসময় মাদক পাচারকারীদের বহনকারী মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ  জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ২ লক্ষাধিক টাকা। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এইচআর

Link copied!