Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

আখাউড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৩

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ১২:২৮ পিএম


আখাউড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ আগষ্ট) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শৌন লৌহঘর কবরস্থানের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মোগরা ইউনিয়নের দরুইন গ্রামের মো. কাউসার (৪২) একই এলাকার মো. শিপন মিয়া (৩৮) এবং কুমিল্লা সদল রসুলপুরের মো. পারভেজ (৩০)

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচআর

Link copied!