Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ০৫:১৮ পিএম


কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর পৌর এলাকার নামা ভেলাকোপা থেকে মো. লিংকন হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ভেলাকোপা এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র ।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে আর অর্ধেক শুকনো স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় কাউন্সিলর মো. জমশেদ আলী টুংকু জানান, নিহত লিংকন মাদক সেবন করতো। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশে মাদকের আলামত পাওয়া গেছে। তার পরিবারের অন্য কোনো অভিযোগ নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবু সাঈদ সরকার জানান, নিহতের মরদেহ অর্ধেক পানিতে আর অর্ধেক শুকনো স্থানে ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে হেটে যেতে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

এআরএস

 

Link copied!