Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গৌরনদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি সদস্যসহ ৩ জন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ০৯:০৫ পিএম


গৌরনদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ইউপি সদস্যসহ ৩ জন

পোপন সংবাদের ভিত্তিত অভিযান চালিয়ে গৌর নদী মডেল থানা পুলিশ রবিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুই সহযোগী সহ ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃসোহেল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই কাজী ওবায়দুল কবির, ও মোঃসিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার বিকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটায় অভিযান চালান এসময় ১০ হাজার পিচ ইয়াবাসহ খাঞ্জাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃসোহেল সরদার (৩৫) ও তার ২ সহযোগী সেলিনা আক্তার ও ফোরকান হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইউপি সদস্য মোঃ সোহেল খাঞ্জাপুর ইউনিয়নের ভালুকুশি গ্রামের মৃত আশরাফ সরদারের পুত্র। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃআফজাল হোসেন জানান, মাদক ব্যবসায়ী মোঃসোহেল সরদারসহ তার সহযোগীদের থানা হাজতে আটক রাখা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

আরএস

 

 

 

 

 

 

Link copied!