Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আখাউড়ায় গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৩, ০১:৫১ পিএম


আখাউড়ায় গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টায় উপজেলার মোগরা ইউনিয়নের চরনারায়ন পুর পাকা ব্রিজের থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল কাইয়ুম (৬০) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এইচআর

Link copied!