Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ১৪, ২০২৩, ০৩:৩৪ পিএম


বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তথা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল উত্তর জেলা যুবদল। 

সোমবার সকাল ১১টায় বরিশাল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় চত্বরে জেলা আগৈলঝাড়া, গৌরনদী, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা সমন্বয়ে উত্তর জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষেভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। 

উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল আলম সেন্টুর বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদল বরিশাল বিভাগ সহ সভাপতি এ্যাড.এইচ এম তছলিম উদ্দিন। 

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্শোদ মাসুদ। 

এসময় আরো বক্তব্য বিভিন্ন উপজেলা ও পৌরসভার আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ। 

সমাবেশের পূর্বে উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের সদস্য বিভিন্ন ব্যানার-প্লেকার্ড ফেস্টুন সহ বিক্ষোভ সমাবেশ মিছিলে অংশ গ্রহন করে। সমাবেশ শেষে তছলিম ও গোলাম মোর্শেদ মাসুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যলয়ে এসে শেষ করে।

আরএস


 

Link copied!