Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চিকিৎসা সেবার মানোন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

আগস্ট ১৪, ২০২৩, ০৫:৩১ পিএম


চিকিৎসা সেবার মানোন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যাগে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স‍‍`র চেয়ারম্যান, প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা হাসপাতাল প্রাঙ্গণে আসলে খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বঙ্গবন্ধু কর্ণার, হাসপাতালের ডে কেয়ার, এনসিডি কর্ণারসহ হাসপপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শণ করেন। এসময় তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার বিষয় খোঁজ খবর নেন।

এসময় পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের আহবায়ক পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পিসহ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কুজেন্দ্র লাল বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা স্ব স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা নিশ্চিত করা যাবে।

ডাক্তার-নার্স ঠিকমতো আসে কি না, কর্মস্থলে থাকে কি না সেটি দেখতে হবে। হাসপাতালের টয়লেট ও বেড ঝকঝকে থাকতে হবে আমরা যারা সদস্য আছি তারা যদি মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

জনবল সঙ্কট নিরসনে আমরা কাজ করছি জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রত্যান্ত  দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছেছে। সেখানে ৩০-৩২ ধরনের বিনা মূল্যে ওষুধ পাচ্ছে রোগীরা।

এইচআর

Link copied!