নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৩, ০৬:০৩ পিএম
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৩, ০৬:০৩ পিএম
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক নলেজ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিসিডি বাংলাদেশ এর উদ্যোগে এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ওই কর্মশালার উদ্ধোধন করেন। কর্মশালায় উপজেলায় কর্মরত দশজন সাংবাদিককে প্রশিক্ষণ দেয়া হয়।
স্বরূপকাঠি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুল্লাহ ওই কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম ছাড়াও আরও আলোচনা করেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. কাওসার তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু প্রমুখ।
কর্মশালায় সংবাদ তৈরি ও উপস্থাপনের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং, ছবি ও ভিডিও তথ্য যাচাই প্রক্রিয়াসহ, বস্তুনিষ্ঠ সংবাদ কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।
এইচআর