চুয়াডাঙ্গা প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৩, ০৭:০৫ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৩, ০৭:০৫ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জায়েদা বেগমের (৭০) লাশ ৩৫ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ হওয়া ঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উপজেলার পারকৃষ্ণপুর ব্রিজের পিলারে লাশটি আটকে ছিল। জায়েদা বেগমের উপজেলার বাস্তপুর গ্রামের মরহুম জুবান আলির স্ত্রী।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) শফিউল আলম জানান, জায়েদা বেগম শনিবার দুপুরের পর স্থানীয় রঘুনাথপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি।
সোমবার লাশ গ্রামের কবরস্থানের দাফন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা দামুড়হুদায় নিখোঁজের ৩৫ ঘণ্টা পর বৃদ্ধার লাশ উদ্ধার।
এইচআর