মাগুরা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩, ০৬:০৯ পিএম
মাগুরা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩, ০৬:০৯ পিএম
মাগুরা পৌরসভার মেয়রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে নবনির্মিত জেলা মডেল মসজিদে। এ সময় আগত হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পৌরসভার মেয়রের বিশেষ আয়োজনে বিকালে প্রথম নামাজ আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক জনাব আবু নাসের বেগ এবং মাগুরা জেলার সুযোগ্য মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূঁর শোকের দিন। দিবসটি উপলক্ষে মাগুরা পৌরসভার বিশেষ উদ্যোগ ও মাগুরায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা,বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ,বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস,স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী,মহিয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল,দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত,তাঁর ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত,কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত,দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু,ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী সেদিন নৃশংসভাবে নিহত হন। শোকাবহ ১৫ই আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধূঁর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদার সাথে মাগুরা জেলা আওয়ামী লীগ,জেলা প্রশাসন ও মাগুরা পৌরসভা যথাযথভাবে পালন করছেন। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে সূর্য উদয় ক্ষণে – সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ১০ টায় মাগুরা শহরের নোমানী ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত। বিকাল ৪.৩০মিনিটে মাগুরা পারনান্দয়ালী নবনির্মিত জেলা মডেল মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভাসহ রয়েছে ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আরএস