Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৩, ০৩:২১ পিএম


পূবাইলে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগরীর পূবাইল থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় এক দম্পতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জিএমপি‍‍`র গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত হাজী দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও জামিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তারা সকলে কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার বাসিন্দা।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরির্দশক জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামিগণ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে পূবাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এইচআর

Link copied!