Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাঈদীকে নিয়ে পোস্ট

লোহাগাড়ায় তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২৩, ০৮:১১ পিএম


লোহাগাড়ায় তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায়’ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার  করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, সহ-সভাপতি মো. তাউসিফ ও উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ বলেন, সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নিকট সুপারিশ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।

এআরএস

Link copied!