Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাশিমপুরে মাদকসহ তিন কারবারি আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৩, ০৬:১০ পিএম


কাশিমপুরে মাদকসহ তিন কারবারি আটক

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

বুধবার রাতে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের হাতিমারা এলাকা থেকে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আকবর আলীসহ ৫ নং ওয়ার্ডের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় আব্দুল রহমানের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল আলিমকে এবং একই ওয়ার্ডের সুরাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ভিতরে পলাতক আসামি আবুল কাশেম এর বসত বাড়ি থেকে ডলি বেগম নামের আরেক মাদককারবারিকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আকবর আলী, আব্দুল আলিম, ডলি বেগম।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন, তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Link copied!