Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

আগস্ট ১৭, ২০২৩, ০৬:১৮ পিএম


মাধবপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্বোধন

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ,কর্মচারী ও ছাত্রদের বায়োমেট্রিক অনলাইন হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার(১৭ আগস্ট) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি এসএফএএম শাহজাহান।

প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পরিচালনা কমিটির সদস্য শাহ মোঃ সেলিম,গিয়াস উদ্দিন, হেলাল মিয়া,শফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জয়লাল সরকার, সাংবাদিক আলাউদ্দিন আল রনি,রোকন উদ্দিন লস্কর,জালাল উদ্দিন লস্কর, মোঃ আলমগীর কবির,শিক্ষক সালাহ উদ্দিন প্রমুখ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে  দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী আবির।
স্থাপন করা হবে।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, বায়োমেট্রিক হাজিরা বাস্তবায়ন হলে  বিদ্যালয়ে শিক্ষার্থী হাজিরা বাড়বে, শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে, অনিয়ম বন্ধ হবে, শিক্ষকরাও সঠিক সময়ে স্কুলে যাবেন। এছাড়া বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মাঝে ফিঙ্গার প্রিন্ট দেওয়ারও একটা প্রবণতা তৈরি হবে।

আরএস

Link copied!