Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

১৪ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

আগস্ট ১৭, ২০২৩, ০৮:৩৭ পিএম


১৪ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জয়পুরহাটের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১৪ বছর ধরে  পলাতক আসামী আরিফ হোসেন (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। 

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত জেষ্ঠ্য পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে নওগাঁ সদর উপজেলার ঢাকা 

বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আরিফ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের রাহেদুল ইসলামর ছেলে।

মামলার বিবরণ দিয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক আরো জানান, ২০০৯ সালের ২৬ জুন অরিফ বিপুল পরিমান ফেন্সিডিলসহ কালাই থানা পুলিশের হাতে গ্রেফতার হন। 

গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজার রায় প্রদান করে। মামলার রায় হওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা আরিফকে গ্রেফতার করে।

আরএস
 

Link copied!