Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাউনিয়ায় গাঁজাসহ আটক ২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

আগস্ট ১৯, ২০২৩, ১২:৪১ পিএম


কাউনিয়ায় গাঁজাসহ আটক ২

রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৫কেজি গাঁজাসহ তাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ফরহাদ মন্ডল এর নেতৃত্বে  কাউনিয়া থানার এসআই রাসেল পারভেজ, এসআই ওসমান গনি, এএসআই মাহবুব, এএসআই আনোয়ারুল, এ এসআই বিল্পবসহ  একদল পুলিশ গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়।

এ সময় কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ এ সময় মাদক কারবারি  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে শহিদুল ইসলাম ও নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বাংটি হাজিবাড়ি গ্রামের মৃত, আরব আলীর ছেলে তাজুল  ইসলামকে আটক করে।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. ফরহাদ মন্ডল মাদক উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার রংপুর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এইচআর

Link copied!