Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফুলছড়িতে বিদেশি মদসহ আটক ১

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৩, ০৩:০৫ পিএম


ফুলছড়িতে বিদেশি মদসহ আটক ১

গাইবান্ধা জেলার ফুলছড়িতে ১০ বোতল বিদেশি মদসহ উজ্জ্বল মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৩)। সে উপজেলার ঘোলদহ গ্রামের সাজু মিয়ার ছেলে।

শনিবার দুপুরে উপজেলার বালাসিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় ব‌লে গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর পৌনে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস‌্য। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ উজ্জ্বলকে আটক করা হয়।

দীর্ঘদিন থেকে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসতেছেন উজ্জ্বল।

গাইবান্ধা (র‌্যাব ১৩) ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সময় ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। আসামিকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এইচআর

Link copied!