Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ব মশা দিবসে টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে দুই গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৩, ০৩:৫৬ পিএম


বিশ্ব মশা দিবসে টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে দুই গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলে বিশ্ব মশা দিবসে রোববার (২০ আগস্ট) মির্জাপুরের কুমুদিনী হামপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হচ্ছেন- দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের গৃহবধূ লাভলী আক্তার(৩৮) ও একই উপজেলার দেলুয়াখাদি গ্রামের গৃহবধূ রেজিয়া বেগম (৪০)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুরে ৬ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৮ জন, মধুপুরে ২ জন, গোপালপুরে ৩ জন এবং  ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুজ্বরে এ পর্যন্ত মোট চার জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায়
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন মোট এক হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।

এআরএস

Link copied!