Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে ইজিবাইকের ব্লু বুক বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২০, ২০২৩, ০৪:৪৪ পিএম


বরিশালে ইজিবাইকের ব্লু বুক বিতরণ

বরিশাল সিটি কপোরেশন কর্তৃক ব্যাটারী চালিত হলুদ অটো (ইজিবাইক) এর ব্লু বুক হস্তান্তর করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুরে নগরীর সোহেল চত্ত্বরে ইজিবাইক চালকদের হাতে ব্লুবুক তুলেদেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল নগরীর পাঁচ হাজার হলুদ অটো (ইজিবাইক) চালকদের হাতে এই ব্লু বুক তুলে দেয়া হবে। এখন পর্যন্ত ১৮০০ চালকের হাতে ব্লুবুক হস্তান্তর করা হয়েছে। রোববার ২০৮ জনের হাতে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। যারা ব্লুবুক পেয়েছে তাদেরকে বরিশাল সিটি কপোরেশনের লোগো সম্বলিত পোশাক তুলে দেয়া হয়।

এ উপলক্ষে ব্লু বুক হস্তান্তর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিসি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, প্যনেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, কাউন্সিলর এ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ অনান্যরা।

এআরএস

Link copied!