Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২৩, ০৮:৩৮ পিএম


ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৪০) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। লাশের গায়ে কালো রঙের গেঞ্জি, প্যান্ট ও জুতা ছিলো।

রোববার বিকালে চরআলগী ইউনিয়নের মীরা পাড়া এলাকা থেকে কিশোরগঞ্জ নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। 

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চরমছলন্দ মীরা পাড়া গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে লাশ পানিতে ভাসছিলো। কিশোরগঞ্জ নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সাথে সীম বিহীন এনড্রয়েট মোবাইল সেট, হেড ফোন ও ঢাকার একটি রেস্তুরার বিলের কাগজ পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্নও নেই।

এআরএস
 

Link copied!