Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ডামুড্যায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৩, ০৩:৩০ পিএম


ডামুড্যায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শরীয়তপুরের ডামুড্যায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি অনুদান হিসাবে কৃষকদের মাঝে পাঁচটি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের ডামুড্যা শাখার আয়োজনে সোমবার (২১ আগস্ট ) আয়োজিত অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল সুমন, মার্কেন্টাইল ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ  সরফজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক শরীয়তপুর শাখা প্রধান ও এভিপি মনিরুজ্জামান খান, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা শাখার প্রধান মনজুর আহমেদ প্রমুখ।

এআরএস

Link copied!