Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৩, ০৪:২১ পিএম


গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের টেলিফোন অফিস সংলগ্ন জয়েনপুর গ্রামে সোমবার (২১ আগস্ট) রান্না ঘর থেকে আখি বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আখি বেগম ওই গ্রামের মামুন মিয়ার  স্ত্রী ও সাঘাটা  উপজেলার সাতালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মামুন মিয়া বলেন, রোববার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়ি। সোমবার ভোরবেলা আখিকে ঘরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করি। পরবর্তী বাড়ির রান্না ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজনকে বিষয়টি জানাই।

সাদুল্যাপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে আখি বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এআরএস

Link copied!