Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভেড়ামারা কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৩, ০৬:৩৫ পিএম


ভেড়ামারা কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র  কর্তৃক অসহায় গরিব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার সকাল ১০ টার সময় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কারী প্রতিষ্ঠান নর্থ -ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ  কম্বাইন্ড সাইর্কেল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃক আয়োজিত বিদ্যুৎ কেন্দ্রে চত্বরে  ভেড়ামারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রায়  ১ হাজার ৮ শত জন গরিব অসহায় পরিবার   ও এলাকার  মসজিদের ঈমাম, এতিমখানায় খাদ্য সামগ্রী  চাল, ডাল, তেল, লবণ  বিতরণ করা হয়।

উল্লেখ্য এর আগে দুস্থ অসহায় কর্মহীন  ৭হাজার ৫ শত  জান পরিবার কে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান  প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্ববোধক প্রকৌশলী (সংরক্ষণ) রবিউল আওয়াল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালক) রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা গন  উপস্থিত ছিলেন।

সভাপতি বক্তব্যে তিনি বলেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী উল্লেখ্য করেন যে, নথ- ওয়েস্ট পাওয়ার জনের কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ স্যারের একান্ত আন্তরিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্থ - ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর C S R কার্যক্রমের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী মানবিক সহায়তা হিসেবে দঃস্হদের মধ্যে বিতরন করা হয়েছে। 

আরএস

Link copied!