Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পোরশায় পাতকুপে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৩, ০৮:৩৪ পিএম


পোরশায় পাতকুপে পড়ে ১ ব্যক্তির মৃত্যু

নওগাঁ পোরশায় পাতকুয়া সংস্কার করতে গিয়ে পড়ে গিয়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২১জুলাই) বেলা ১১টায় ঘাটনগর ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে পুরাতন পাতকুয়া পরিষ্কার করার জন্য কূপের পাশে এক আম গাছে রশি বেঁধে এবং কোমরে রশি বেঁধে কুপে নামতে লাগলে  পড়ে যান।

পোরশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেকক্ষণ চেষ্টা করার পর বিকেল সাড়ে তিনটায় লাশ উদ্ধার করেন।

মাথায় আঘাত পেয়ে অনেক ক্ষত বিক্ষত হয়েছে বলে জানা যায়। আব্দুস সাত্তার এর বাড়ি একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। পেশায় তিনি একজন কুপ খননকারী বলে জানা যায়।

পোরশা থানায় জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, একটি ইউ ডি মামলার প্রস্তুতি চলছে এবং লাশ পোস্টমর্টেম  পাঠানো হবে। 

আরএস

Link copied!