বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩, ১২:৩৭ পিএম
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩, ১২:৩৭ পিএম
রাজবাড়ী জেলা ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশকেন্দ্রে পাঠানো হয়েছে।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম শোক প্রকাশ করে পোস্ট দেওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা ছাত্রলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন—বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান,বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. রনি খান, গোয়ালন্দ পৌর শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ কবির শিশির, রাজবাড়ী পৌর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুদ্র মাহাম্মুদ।
এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, সাম্প্রতিক সময়ে নীতি আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আল আদিত জিসান, মো. রনি খান, নাফিজ কবির শিশির, রুদ্র মাহাম্মুদকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।
এইচআর