Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মুমূর্ষু রোগীকে রক্ত পেতে সহায়তা করলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৩, ০৩:৪৯ পিএম


মুমূর্ষু রোগীকে রক্ত পেতে সহায়তা করলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন নাগদা বলিয়ারপুর গ্রামস্থ কৃষক সুজন আলীর স্ত্রী রিক্তা খাতুন রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জরুরি ভিত্তিতে এ পজেটিভ (A+) রক্ত দিতে হবে।

রিক্তা খাতুনের পরিবার চেষ্টা করে রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়। সুজন আলী উপায়ান্তর না পেয়ে পুলিশ সুপার, চুয়াডাঙ্গাকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের অসহায়ত্বের কথা জানান এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জেলা পুলিশে কর্মরত নায়েক/আব্দুল খালেক দ্রুত হাসপাতালে যেয়ে মুমূর্ষু রিক্তা খাতুনকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করেন।

এইচআর

Link copied!