রাউজান প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩, ০৪:৫৭ পিএম
রাউজান প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৩, ০৪:৫৭ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় মৎস্য বিভাগের উদ্যোগে সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের ১৫টি পুকুরে ৮ হাজার ২ শত ৯৬ কেজি হালদা নদীর মাছের পোনা অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে রাউজান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে মাছের পোনা বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পীযুষ প্রভাকরসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআর