Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চিকিৎসা সেবায় অনিয়ম

নরসিংদীর পলাশে আনু মিজান প্রাইভেট হাসপাতালকে জরিমানা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

আগস্ট ২২, ২০২৩, ০৭:৫৭ পিএম


নরসিংদীর পলাশে আনু মিজান প্রাইভেট হাসপাতালকে জরিমানা

চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের দায়ে নরসিংদীর পলাশে  আনু মিজান ম্যানেজড্ কেয়ার প্রাইভেট  হসপিটাল সিস্টেমস্  কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এই জরিমানা আদায় করেন। এর আগে বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন মেয়াদ উর্ত্তীণ ওষুধ ব্যবহার, ত্রুটিপুর্ণ অপারেশন থিয়েটারসহ অনভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। যা সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রমের আওতায় পড়ে। এ অবস্থায় প্রাথমিকভাবে হাসপাতাল  কর্তৃপক্ষ কে সতর্ক করতে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মো: আমিরুল হক, মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন খান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!