Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দামুড়হুদায় বিএনপি-জামাতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৩, ০৩:৩৭ পিএম


দামুড়হুদায় বিএনপি-জামাতের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি’র ৭ জন নেতাকর্মী আটক করেছে।

মঙ্গলবার ভোররাতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দর্শনা থানার অফিসারস ইনচার্জ (ওসি) বিপ্লব কুমারসাহা জানান, মঙ্গলবার রাতে বিএনপি- জামাতের নেতাকর্মীরা নাশকতা করতে পারে এমন সংবাদ পায়। এ সময় জামাত বিএনপি’র বিভিন্ন কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কুড়ুলগাছি ইউপি জামায়েত সদস্য হাফিজুর রহমান (৪৫), চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক রকিবুল হাসান (২৮), তিতুদহা ইউনিয়ান বিএনপির সদস্ মো. রবিউল ইসলাম( ৫০) শহিদুল ইসলাম (৬০), মো. ইব্রাহিম হোসেন (৩৬),আশরাফুল হক জাকির (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক শামসুল হক (৫৫) কে গ্রেপ্তার করেছে।

বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলায় সন্দহভোজন আসামি হিসেবে চুয়াডাঙ্গা জেলা হতে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!