Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে হাওর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৩, ০৪:৫১ পিএম


বাহুবলে হাওর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর হাওর থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ২ টার দিকে লকিপুর কবরস্থানের পশ্চিম পাশের একটি খাল থেকে মৃত রাশিদ উল্লাহর ছেলে মো. নুর হোসেন (নুরা) পাগলার লাশ উদ্ধার করা হয়।

আত্মীয় স্বজনরা জানান, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বর্তমানে নারকেলতলা গ্রামের বাসিন্দা নুর হোসেন (৮০) ওরফে নুরা পাগলা, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর সারারাত বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাননি আত্মীয় স্বজন ও তার মেয়েরা।

বুধবার বেলা ২ টার দিকে প্রতিবেশী গ্রামের লোকজন হাওরে কাজ করতে গেলে একটি খালের মধ্যে নুর হোসেনের লাশ দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানালে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস, সাতকাপন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এস আই এখলাছুর রহমান, স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার শতাধিক লোকজন।

এইচআর

Link copied!