ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩, ০৪:৫৭ পিএম
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩, ০৪:৫৭ পিএম
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। স্কুলের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আজ বুধবার(২৩ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় অভিভাবক / মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই এ সমাবেশে বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মওলানা শিক্ষক মো. জাহাঙ্গীর আলাম, জানেআলম সোহেল ইন্টেঃ ভোকঃ, আব্দুল করিম সিনিয়র সহকারী শিক্ষক, বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন মিঠু, আজাদুল ইসলাম, সোলায়মান হোসেন প্রমুখ।
সমাবেশে অন্তত দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। ফুলছড়ি উপজেলার উচ্চ বিদ্যালয় সমূহের মধ্যে এসএসসি-২৩ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়টি।
এইচআর