Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

রাজারহাটে চিকিৎসা সহয়তার চেক পেলেন ৩৮জন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৩, ০৭:০২ পিএম


রাজারহাটে চিকিৎসা সহয়তার চেক পেলেন ৩৮জন

কুড়িগ্রামের রাজারহাটে অসহায় সহায়সম্বলহীন রোগাক্রান্ত মানুষের চিকিৎসা সহয়তার জন্য জনপ্রতি পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় উপজেলার অফিসার্স ক্লাবে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রকে প্যারালাইষ্ট, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগাক্রান্ত ৩৮জন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি)এবিএম আরিফুল হক, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো. আবদুল্লা হিল জামান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডল, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছিনাই ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল হক নুরু, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, নাজিমখান ইউপি চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারী নয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনোয়ার হোসেন প্রমুখ।

এইচআর

Link copied!