Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

গোসাইরহাটে পোনামাছ অবমুক্তকরণ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৩, ০৭:০৫ পিএম


গোসাইরহাটে পোনামাছ অবমুক্তকরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং প্লাবন ভূমিতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং একটি অভয়াশ্রমে ৭০৭ কেজি রুই জাতীয় পোনামাছ এবং দেশীয় প্রজাতির শিং মাছের পোনা অবমুক্তকরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক এর বাস্তবায়নে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সজল দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ -২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৭০৭ কেজি রুই জাতীয় পোনা মাছ ও দেশীয় প্রজাতির শিং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এইচআর

Link copied!