Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সরাইলে নিখোঁজের ৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৩, ০৭:১৬ পিএম


সরাইলে নিখোঁজের ৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৬ ঘণ্টা পর বিলের পানিতে খোদেজা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।  

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে  উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খোদেজা উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) গ্রামের জিল্লুর রহমানের কন্যা ।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৩ আগস্ট) বিকাল ৪ টার পর থেকে খোদেজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকার মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেয়া হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে তারা লাশটি উদ্ধার করে বিলের পাড়ে নিয়ে আসে। সেখানে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে লাশটি শিশু খোদেজার বলে শনাক্ত করেন।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যায় বিলের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মেয়ের পিতা জিল্লুর রহমান থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

এইচআর
 

Link copied!